জগন্নাথপুরে জিতলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
| আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১০:২০ | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১, ০৯:৫৭

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে শনিবার ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) আক্তারুজ্জামান আক্তার।

তিনি চামচ প্রতীকে আট হাজার ৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মিজানুর রশীদ ভূঁইয়া পেয়েছেন আট হাজার ১৮ ভোট। আর বিএনপির প্রার্থী হারুনুজ্জামান হারুন ধানের শীষে ভোট পেয়েছেন ৮১৭।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান বিজয়ী হয়েছেন।

বিজয়ী প্রার্থী আক্তারুজ্জামান আক্তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘ভোটারদের সুচিশ্চিত রায়ে আমি বিজয়ী হয়েছি। এজন্য আমি কৃতজ্ঞ।’

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :