লভ্যাংশ পাঠিয়েছে বারাকা পাওয়ার

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২১, ১৪:১১

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ এবং জ্বালানি খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ ও বোনাস শেয়ার বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকেউন্ট ও বিও অ্যাকাউন্টে পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন সমাপ্ত অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে বিইএফটিএনের মাধ্যমে পাঠানো হয়েছে। যাদের অ্যাকাউন্টে বিইএফটিএন করা নেই, তাদের লভ্যাংশ বিতরণ করা হবে। আর বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বিওতে পাঠিয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৮ শতাংশ নগদ এবং ৭ শতাংশ বোনাস  লভ্যাংশ ঘোষণা করেছে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এসআই/জেবি)