গোপালগঞ্জে বালুবাহী ট্রলারডুবি,নিখোঁজ ২

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১, ১৪:৩২

গোপালগঞ্জের মধুমতি নদীতে বালুবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। রবিবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার মধুমতি নদীর তালাঘাটে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

খবর পেয়ে সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের খুলনা এবং গোপালগঞ্জের ডুবুরি দল।

নিখোঁজ রিপন চৌকিদার ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল গনি চৌকিদেরর ছেলে ও বেলাল পাটোয়ারী একই এলাকার শাজাহান পাটোয়ারীর ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন জানায়, গত রাতে নড়াইল জেলার বড়দিয়া থেকে বালু বোঝাই করে এমবি শেখ পরিবহন নামে একটি ট্রলার গোপালগঞ্জের তালাঘাটে এসে নোঙ্গর করে রাখে। ভোরে অতিরিক্ত বালু বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা শ্রমিক রিপন চৌকিদার ও বেলাল পাটোয়ারী নিখোঁজ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :