আজ আমার চাচার জন্মদিন

মমিনুল ইসলাম
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১, ১৫:৩৫

ধ্রুব এষ। বাংলাদেশে একজনই। প্রচ্ছদ শিল্পী হিসেবে তিনি অনন্য। এদেশের প্রচ্ছদ শিল্পে তিনি আধুনিকতার বিপ্লব এনেছেন। নিজেকে অপ্রতিদ্বন্দ্বী একজন হিসেবে প্রমাণ ও প্রতিষ্ঠিত করেছেন।

তিনি একজন লেখক এবং চিত্রকর। অসাধারণ ডিজাইনার। সব কিছু ছাপিয়ে-হিংসা করার মতো ভালো মনের মানুষ।

ধ্রুব এষ আমার প্রথম বইয়ের প্রচ্ছদ করেছেন। তারপর থেকে বলতে গেলে সব বইয়েরই প্রচ্ছদ করেছেন। বাইশ-তেইশটা তো হবেই।

ধ্রুব এষকে আমি চাচা বলে ডাকি। একুশ বছর আগে তাঁর সাথে যেদিন প্রথম পরিচয় সেদিন থেকেই চাচা ডাকি। আমার চাচা ফরিদ হুদার জুনিয়র ফ্রেন্ড তিনি। ফরিদ চাচা তার সাথে পরিচয় করিয়ে দিলেন। বললাম, আপনাকে কী বলে ডাকব? ধ্রুব বললেন, ভাই বলতে পার, চাচা বলতে পার, নানা-দাদা যা ইচ্ছে বলতে পার। বুঝলাম ভীষণ রসিক তিনি। আমি তাঁকে চাচাই ডাকলাম। চাচা একটি মজার ডাক। অনেক কিছু আবদার করা যায় জোর খাটিয়ে। বাপের ভাই তো! তার ‘না‘ বলার তেমন সুযোগ থাকে না। সেই জোর আমি সব সময় খাটাই। তিনি আমার প্রচ্ছদ করে দেন আন্তরিক স্নেহে।

আজ আমার প্রিয় ধ্রুব চাচার জন্মদিন। চাচা আপনি অবধূত ঋষি। জীবন হোক আপনার শিল্পের জানালা খুলে রাখার প্রয়োজনে। জীবনের একবেলা একসাথে হেসে উড়িয়ে দিবো দ্বিতীয় কাজটি আরো ভালোভাবে করার জন্য এইটুকু আয়োজনের প্রয়োজনে আপনি নিরোগ নিশ্চিন্ত ভবিষ্যত লাভ করুন।

লেখক: শিক্ষক, লেখক ও নাট্যনির্মাতা

ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :