ডিএসইতে নতুন বছরে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২১, ১৫:৪৫

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন বছরে দ্বিতীয় সর্বোচ্চ ২৩০০ কোটি টাকা লেনদেন হয়েছে। তবে কমেছে সূচকের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, দিন শেষে মোট লেনদেন হয়েছে দুই হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার টাকা। যা আগের দিনের তুলনায় ৩১৪ কোটি এক লাখ ৯১ হাজার টাকা বেশি। লেনদেনে অংশ নেয়া ৩৫৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ২৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দর।

সর্বশেষ গত বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিলে দুই হাজার ৭০ কোটি ৮৫ লাখ ৪৮ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছিলে বেশিরভাগ কোম্পানি ও ইউনিটের।

জানা গেছে, রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৮৫০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২০৮ পয়েন্টে।

অপরদিকে দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের থেকেও বেড়েছে লেনদেনের পরিমাণ। সবগুলো সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

আজ রবিবার সিএসইতে লেনদেন হয়েছে ১৫১ কোটি ৬৯ লাখ এক হাজার ৯৯ টাকা, যা আগের দিনের তুলনায় প্রায় দ্বি-গুণের বেশি। আগের দিন সিএসইতে মোট লেনদেন হয়েছিল ৮৩ কোটি টাকার বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮১টি কোম্পানির। দর কমেছে ১৬৮টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির।

দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪৭ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ২৮৭ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৮৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৯৬ পয়েন্টে। সিএসআই ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮২ পয়েন্টে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এসআই/জেবি)