তৃণমূলের রাজ্য কমিটিতে শতাব্দী রায়

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২১, ১৬:৫৬

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস

তৃণমূলের রাজ্য কমিটিতে স্থান পেলেন বীরভূমের তৃণমূল সাংসদ ও অভিনেত্রী শতাব্দী রায়। বর্তমানে গোয়ায় পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন এই তারকা সংসদ সদস্য। তার মধ্যেই তৃণমূলের রাজ্য কমিটিতে আসার এই খবর।

কমিটিতে বাকি সদস্যরা একই থাকলেও নতুন করে তিনজনকে সহ-সভাপতি পদে নিযুক্ত করেছে তৃণমূল। তার প্রথম নামটি মোয়াজ্জেম হোসেন, তারপর শতাব্দী রায়, শেষে শঙ্কর চক্রবর্তী। এই তিনজনকে সাংগঠনিক পদে স্বাগত জানানোর পাশাপাশি আগামী দিনে কাজ করার জন্যও শুভেচ্ছাও জানিয়েছে তৃণমূল।

সব মিলিয়ে দলবদলের তালিকায় শতাব্দী যাতে নাম না লেখান, সেই ব্যবস্থা ‘পাকা’ করে ফেলল তৃণমূল। শতাব্দীর পদোন্নতিতে এক দানে যেন দুই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করল দলটি। একদিকে বিক্ষুব্ধ বীরভূমের সাংসদের ক্ষোভ কিছুটা প্রশমিত করা, অন্যদিকে যারা দল বদলানোর কথা ভাবছিলেন, তাদেরও আটকে রাখল।

ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এএইচ