ফুটবল ছেড়েই দিতে চেয়েছিলেন নেইমার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১, ১৭:২০

প্যারিস সেইন্ট-জার্মেই ও ব্রাজিলিয়ান তারকা নেইমার বলেছেন, সমালোচনা তার উপর এমন নেতিবাচক প্রভাব ফেলেছিল যে, তিনি এক সময় ফুটবল ছেড়েই দিতে চেয়েছিলেন। এক সাক্ষাৎকারে এমনটি বলেছেন নেইমার।

নেইমারকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মনে করা হয়। তবে, মাঠে মাঝে মাঝে নাটকীয় কাণ্ড ঘটানোর জন্য এবং মাঠের বাইরের জীবনযাপন নিয়েও অনেকে তার সমালোচনা করে থাকেন।

২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমান নেইমার। যাতে তৈরি হয় নতুন রেকর্ড। নেইমারই এখন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ফুটবলার।

নেইমার স্বীকার করেছেন যে, সমালোচনা তার উপর বিভিন্ন সময় চরমভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে। নেইমার বলেছেন, ‘ফুটবলের প্রতি আমার যে আবেগ ও ভালোবাসা তা কখনো হারাবে না। কিন্তু ক্যারিয়ারে এমন কিছু সময় এসেছে যার কারণে অবসর নেয়ার কথাও ভেবেছিলাম। মাঝে মাঝে নিজের কাছে প্রশ্ন করতাম তারা (ভক্তরা) যদি পছন্দ না করে তাহলে আমি কেন খেলব? আমি মাথা গরম করে বাড়ি ফিরতাম। কিন্তু আবার মনে করতাম, আমার চেষ্টাই তো আমাকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে।’

তিনি আরো বলেন, ‘ফুটবলের প্রতি আমার যে ভালোবাসা আছে তা আমাকে শান্ত করেছে ও আমাকে বাস্তবতায় ফিরিয়ে এনেছে। কারণ, আমি খুবই ভাগ্যবান। সত্যিই। ক্যারি আমি অনেক কিছুই অর্জন করেছি যা আমাকে ও পরিবারের সকলকে খুশি করেছে।’

নেইমার বলেন, ‘সান্তোসের হয়ে অভিষেক হওয়া, সান্তোসের হয়ে প্রথম শিরোপা জেতা, লিবার্তাদোরেস কাপ জেতা ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ ছিল। ছোটবেলা থেকেই বার্সেলোনায় খেলা আমার স্বপ্ন ছিল। চ্যাম্পিয়ন্স লিগ জেতা, পিএসজিতে আসা এসব মুহূর্ত আমার কাছে বিশেষ কিছু হয়ে থাকবে।’

তিনি বলেন, আমি কখনো চাপ অনুভব করি না। আর আমি খুব সহজেই চাপ মোকাবেলা করতে পারি। ব্রাজিল জাতীয় দলের ১০ নম্বর জার্সি, পিএসজির ১০ নম্বর জার্সি, নেইমার হয়ে ওঠা সবই আমার কাছে সবসময় বিশেষ কিছু।’

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :