‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে এলো ওয়ালটন

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২১, ১৭:৪৬

অর্থনীতি প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২০ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ এবং ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।

উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেয়া যাবে না।

ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এসআই/ ইএস