সুযোগ কাজে লাগাতে চান হাসান-মেহেদী

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৯:১৭ | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১, ১৮:৩২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল (শনিবার) ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগে টি-টোয়েন্টি খেললেও এই প্রথমবারের মত ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন পেসার হাসান মাহমুদ ও স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। দুজনই সুযোগটি কাজে লাগাতে চান। একাদশে সুযোগ পেলে নিজেদের সেরাটা দিতে চান এই দুই তরুণ তারকা।

রবিবার পেসার হাসান মাহমুদ বলেছেন, ‘যেদিন খেলা শুরু করি সেদিন থেকেই জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন ছিল। এখন সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব।’

তিনি আরো বলেন, ‘সবসময় সিনিয়র প্লেয়ারদের থেকে অনুপ্রেরণা পেয়েছি। সেটি দেশের হোক বা বিদেশের। সিনিয়রদের দেখে দেখেই এতদূর এগিয়ে এসেছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের সেরাটাই দিতে হবে। জাতীয় দলে যে ফরম্যাটেই যখন সুযোগ পাব সেরাটা দেয়ার চেষ্টা করব। ধারাবাহিকতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। সুযোগ এসেছে, কাজে লাগাতে হবে। সবার দোয়া চাই।’

শেখ মেহেদী হাসান বলেছেন, ‘প্রথমে টি-টোয়েন্টিতে সুযোগ এসেছে। এবার ওয়ানডেতে সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। মানসিকভাবে মোটেও চাপে নেই। কঠোর পরিশ্রম করছি। যদি একাদশে সুযোগ পাই তাহলে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব। আমি বোলিং করতে পারি, ব্যাটিং করতে পারি। যেখানেই সুযোগ আসে তা কাজে লাগানোর চেষ্টা করব।’

এবারের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আসেননি। এ বিষয়ে মেহেদী হাসান বলেন, ‘পুরো শক্তির দল আসলেও কোনো সমস্যা ছিল না। আমরা মানসিকভাবে শক্ত আছি। ছোট দল বা বড় দল বলে কিছু নাই। মাঠে যারা ভালো খেলবে দিন শেষে তারাই জিতবে।’

আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ২২ ও ২৫ জানুয়ারি।

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :