গীতিকবিতা

কী-যে খুশি খুশি লাগে

নেয়ামত উল্যা ভূঁইয়া
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১, ১৯:৪২

ফুটলে ফুলের হাসি

বাজলে মধুর বাঁশি

বইলে সুখের বান

শুনলে পাখির গান

দেখলে নৌকো বাওয়া

জাগলে দখিন হাওয়া

জ্বললে শিশির ঘাসে

অরুণের রাগে-

কী-যে খুশি খুশি লাগে।

মাছরাঙা টুপ ক’রে

এক ডুবে মাছ ধরে

শাপলা ফুলের ঝিল

ডানা-মেলা গাংচিল

শিশুর গালের টোল

আধো আধো চাল-বোল

সাতরঙা রামধনু

যখনি জাগে-

বড়ো খুশি খুশি লাগে।

চললে বাঁধন হারা

ঝরলে ঝর্ণা ধারা

গড়ালে পাথর নুড়ি

জোনাকি জ্বাললো আলো

ঘুচলো রাতের কালো

সূর্যের আগে-

বড়ো খুশি খুশি লাগে।

দোয়েলের নাচানাচি

এঁদো জলে ব্যাঙাচি

মাঠভরা ঘাসফুল

কাশফুল তুল তুল

ওড়ো পাখ ঝাঁকে ঝাঁক

ডালে-ঝোলা মৌচাক

মায়ের আঁচলে শিশু

হাসলে সোহাগে-

দেখে খুশি খুশি লাগে।

-

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :