দুদকের তলবি নোটিশে পাসপোর্টের পরিচালকের ‘ভুল নাম’

সৈয়দ ঋয়াদ, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২০:০২ | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১, ১৯:৫৮

এক ভারতীয় নাগরিককে ঘুষ গ্রহণের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করার অভিযোগে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের এক পরিচালককে ভুল নামেই তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

এই সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা মেলার পর পাসপোর্ট অধিদপ্তরের ওই কর্মকর্তাসহ মোট চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য গত ১১ জানুয়ারি দুদক প্রধান কার্যালয়ের উপ পরিচালক মো. আবুবকর সিদ্দিক স্বাক্ষরিত এই চিঠি পাঠায় সংস্থাটি।

চিঠি থেকে জানা যায়, পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (পাসপোর্ট ও ভিসা) সাইফুর রহমান নামে একজনকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। কিন্তু সাইফুর রহমান নামে এমন কোনো পরিচালক পাসপোর্ট অধিদপ্তরের নেই। যিনি আছেন তার নাম মো. সাইদুর রহমান।

ওই পরিচালকের নাম নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা অর্থাৎ দুদকের উপ পরিচালক আবুবকর সিদ্দিককে ফোন করা হলে তিনি ঢাকাটাইমসকে বলেন, সাইফুর রহমানই সাইদুর রহমান। যেই নামে অভিযোগ এসেছে সেই নামেই তলবি নোটিশ পাঠানো হয়েছে।

ভুল নামে তলবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জিজ্ঞাসাবাদের সময় সঠিক নাম পরিচয় জানা যাবে।

তবে দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিজের নাম প্রকাশ না করার শর্তে ঢাকাটাইমসকে বলেন, দুদকের কাছে হাজার হাজার অভিযোগ আসে, যাচাইবাছাই করার পর খুব কম সংখ্যকই চূড়ান্ত তদন্ত হয়। সেই ক্ষেত্রে এই ধরনের ভুল হওয়ার কোনো সুযোগ নেই। যেখানে অজ্ঞাত ব্যাক্তির অভিযোগই দুদক আমলে নেয় না সেখানে যার বিরুদ্ধে অভিযোগ তার নাম হওয়াটা কাঙ্খিত নয়।

যাকে তলবি নোটিশ পাঠানো হয়েছে পাসপোর্ট অধিদপ্তরে সেই পরিচালক সাইদুর রহমানকে বেশ কয়েকেবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে জানা গেছে এই কর্মকর্তা অসুস্থতার কথা বলে দুদকের জিজ্ঞাসাবাদে আসেননি।

দুদকের ওই তলবি নোটিশে বলা হয়েছে, পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহনপূর্বক ভারতীয় নাগরিক হাফিজ আহমেদকে পাসপোর্ট প্রদান ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

ঢাকাটাইমস/১৭জানুয়ারি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

৫০ হাজার টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন

চার বিভাগে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগেই, ছুটি সরকারি ছুটির চেয়ে কম নয়

সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধান শক্ত অবস্থানে রয়েছে: স্পিকার

এই বিভাগের সব খবর

শিরোনাম :