উইন্ডিজ সিরিজে টাইগারদের বিশেষ জার্সি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১, ২০:০২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশেষভাবে ডিজাইন করা জার্সি পরে খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবি ডিরেক্টর আকরাম খান রবিবার মিরপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আকরাম খান বলেন, ‘পুরো দেশবাসীর মত আমাদের ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রা এখানে (মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী) অর্ন্তভুক্ত হতে যাচ্ছে। এটি আমাদের জন্য বিশেষ উৎসব। কারণ আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হচ্ছে। আমাদের উদযাপন করার মত জার্সি আছে। জার্সিটি আমাদের জাতীয় পতাকার মতো, সবুজ এবং লাল রং দিয়ে তৈরি। এখানে অন্য কোন রং নেই। আমাদের পতাকায়, লাল সূর্যটি যেভাবে রয়েছে, আমরা তা ফুটিয়ে তুলব।’

তিনি আরো বলেন, ‘আমরা আরো অনেক কিছুই করছি। তবে আমরা অনেক কিছুই করতে চেয়েছিলাম, কিন্তু করোনা মহামারীর জন্য তা পারিনি। এটি আমাদের জন্য দুঃখজনক বিষয়। তারপরও আমরা আরো কিছু করার চেষ্টা করছি। টসের জন্য বিশেষ কয়েন তৈরির চেষ্টা করছি। আমাদের যেহেতু সময় রয়েছে, তাই আমরা খুব শীঘ্রই এটি চূড়ান্ত করার চেষ্টা করব।’

আগামী ২০ জানুয়ারি ওয়ানডে ম্যাচের মাধ্যমে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যবার দ্বিপাক্ষিক সিরিজে। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ২২ ও ২৫ জানুয়ারি। তারপর অনুষ্ঠিত হবে ২টি টেস্ট ম্যাচ।

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :