বাংলাদেশ স্কোয়াডে বেশি পেসার দেখে খুশি সিমন্স

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১, ২০:৩৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াডে ৬ জন পেসার রেখেছে বাংলাদেশ। ক্যারিবীয় দলের কোচ ফিল সিমন্স মনে করেছেন, বাংলাদেশ বেশি সংখ্যক পেসার খেলালে সেটি তাদের জন্য সুবিধা হতে পারে।

সাধারণত হোম সিরিজে বাংলাদেশ দলে বেশি সংখ্যক স্পিনার রাখা হতো। কিন্তু গত কয়েক বছরে ওয়ানডেতে বেশি সংখ্যক পেসার রাখা হচ্ছে। স্পিন নিয়ে সতর্ক ছিলেন ফিল সিমন্স। কিন্তু বেশি সংখ্যক পেসার দেখে তার মনে হচ্ছে, এটি তাদের সুবিধা দেবে।

রবিবার ফিল সিমন্স বলেছেন, ‘আমি মনে করি, বাংলাদেশ দলে চারজন প্রধান স্পিনার আছে। তারা দুজন পেসার খেলাক বা তিনজন খেলাক এর অর্থ, আমরা ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট পাব। আপনি জানেন না ভবিষ্যতে কী হবে। কারণ, তাদের চারজন স্পিনার আছেই।’

আগামী ২০ জানুয়ারি ওয়ানডে ম্যাচের মাধ্যমে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যবার দ্বিপাক্ষিক সিরিজে। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ২২ ও ২৫ জানুয়ারি। তারপর অনুষ্ঠিত হবে ২টি টেস্ট ম্যাচ।

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :