৯৯৯-এ কল: বাল্যবিয়ে থেকে স্কুলছাত্রীর রক্ষা

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২১, ২০:৫১

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

জাতীয় সেবা ৯৯৯ কল দিয়ে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের  ৫ নং ওয়ার্ডের বাসিন্দা সে। রবিবার ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জাতীয় সেবা ৯৯৯ ফোন দিয়ে একজন অভিযোগ করে যে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে দুপুরে একটি বাল্যবিয়ে হচ্ছে। এর প্রেক্ষিতে বিষয়টি ৯৯৯ থেকে ভোলা থানায় জানানো হয়। পরে ভোলা থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আব্দুল্লাহ খানসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। বাল্যবিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত অভিভাবকদের ১০ হাজার টাকা জরিমানা করে। এছাড়াও মেয়ের ১৮ বছর হওয়ার আগে বিয়ে না দিতে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এলএ)