কুলিয়ারচরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৩

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১, ২১:৫৮

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতায় তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার সকালে ওই ওয়ার্ডের নয়াগাঁও-বেপারিপাড়া মোড়ে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- নয়াপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে শ্যামল (২২) ও শামিম (১৮) ।

শনিবার কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর প্রার্থী অলি উল্লাহ (পানির বোতল) ৭৬৫ ভোট পান এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির নূরী (উঠ পাখি) ১২১১ পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে পরাজিত হয়ে কাউন্সিলর প্রার্থী আলি মিয়ার ভাই, চাচা, ভাতিজা ও সমর্থকরা জয়ী প্রার্থী সমর্থকদের ওপর হামলা চালান। এতে তার দুই ভাইকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কুলিয়ারচর সরকারি হাসপাতালে নিলে পরে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হামপাতোলে পাঠানো হয়। সেখান থেকেও আরও উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পাঠানোর প্রক্রিয়া চলেছে।

এই ঘটনায় বিকাল ৫টায় ২নং ওয়ার্ডবাসী কাউন্সিলর প্রার্থী অলি ও হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।

কুলিয়ারচর থানার ওসি একেএম সুলতান মাহমুদ জানান, এই বিষয়ে শুনেছি। তবে থানায় কোনো অভিযোগ আসেনি বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :