রাঙামাটিতে আগ্নেয়াস্ত্রসহ ৭ জেএসএস সদস্য আটক

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২১, ০৯:১৭

রাঙমাটির বিলাইছড়িতে অস্ত্র-গোলাবারুদসহ সাত সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার সন্ধ্যায় ফারুয়া ইউনিয়নের নতুনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র, ৮টি কার্তুজ, বিস্ফোরক দ্রব্য, ২টি চাকু, ২টি ছবি, ৩টি সিল ও একটি চেক বই উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, চাইলগ্য ত্রিপুরা (৬০), বলিয়াম ত্রিপুরা (৪৮), বিরমনি ত্রিপুরা (৪৫), বিষ্ণমনি ত্রিপুরা (৪৪), লক্ষণ ত্রিপুরা (৩০), জীবন ত্রিপুরা (২৬), বীর বাহাদুর ত্রিপুরা (২৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। তিনি বলেন, ফারুয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে সশস্ত্র সন্ত্রাসীরা স্থানীয়দের মারধর করে চাঁদাবাজি করছে এমন সংবাদে সাঁড়াশি অভিযান চালায় যৌথ বাহিনী। টানা দুইদিনের অভিযানে লাইসেন্সবিহীন অস্ত্র-গুলিসহ সাত সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিলাইছড়ি থানায় বিস্ফোরণ ও অস্ত্র মামলা করা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আটককৃতরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসের সক্রিয় সদস্য।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :