হাঁসের মাংসের কালাভুনা

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৫:৪৯ | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২১, ১১:২৭

বাঙালির অন্যতম প্রিয় খাবার হাঁসের মাংস। হাঁসের মাংস খেতে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। শীতের আগমনের শুরু থেকে শেষ পর্যন্ত বেশ জমজমাটভাবে হাঁস খাওয়া হয়। শীতকালে হাঁসে বেশি চর্বি জমা হয়। এজন্য শীতকালের হাঁসের মাংস বেশ উপভোগ্য হয়। ভোজন রসিকদের জন্য শীতে হাঁসের মাংসের কালাভুনা রেসিপি দেওয়া হলো। অতিথি আপ্যায়নে বা যে কোন আড্ডায় হাঁসের মাংসের কালাভুনা সবাইকে নিয়ে উপভোগ করুন।

উপকরণ

হাঁস: একটি (১ কেজি বা বেশি)

পেঁয়াজকুচি: ১ কাপের বেশি

ধনেপাতা বাটা: ১ টেবিল-চামচ

টমেটো পিউরি: ১ টেবিল-চামচ

দারুচিনি: ৩/৪ টুকরা

আদাবাটা: ২ টেবিল-চামচ

রসুনবাটা: দেড় টেবিল-চামচ

মরিচগুঁড়া: ১ চা-চামচ

হলুদগুঁড়া ১ চা-চামচ

লবণ: পরিমাণমতো

তেল: আধা কাপের কম

পানি: প্রয়োজন মতো

বিশেষ মসলা

জয়ত্রি সামান্য। জিরা দুই চিমটি। এলাচি মাঝারি ৪/৫টি। লবঙ্গ ৮/৯টি । শুকনামরিচ ৩/৪টি মাঝারি। মেথি ২ চিমটি। তেজপাতা বড় একটা। পাঁচফোড়ন ২ চিমটি। গোলমরিচগুঁড়া ২ চিমটি।

এই মসলাগুলো কড়াইতে টেলে বেটে গুঁড়া করে নিতে হবে।

প্রণালি

হাঁস টুকরা করে কেটে ভালো করে ধুয়ে রাখুন। কড়াইয়ে তেল গরম করে প্রথমে পেঁয়াজকুচি সামান্য লবণ এবং দারুচিনি দিন। ভাজুন এবং আগুন মাঝারি আঁচে রাখুন। পেঁয়াজকুচি একটু হলদে হয়ে এলে আদা ও রসুনবাটা দিন এবং ভাজুন। এবার লালমরিচগুঁড়া এবং হলুদগুঁড়া দিন। টমেটো পিউরি আর ধনেপাতাবাটা দিন। এককাপ পানি দিন এবং ভালো করে মিশিয়ে নিন। তারপর ভালো করে কষাণ। তেল উপরে উঠে আসলে ধুয়ে রাখা হাঁসের মাংস দিন। মাংস কষিয়ে নিন। মাংস নরম না হলে আরও এককাপ পানি দিতে পারেন। আগুন মাধ্যম আঁচে রেখে ঢাকনা দিন। মাঝে মাঝে নাড়িয়ে দিন। এবার সেই বিশেষ মসলামিক্স দিয়ে দিন। ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিন। ঝোল কেমন রাখবেন সেটা নিজেই সিদ্ধান্ত নিন। লবণ দেখুন, লাগলে দিন। শীতের ঠান্ডায় গরম গরম চালের রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/আরজেড/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

কিডনি রোগ বাড়ছে শিশুদেরও! যেসব লক্ষণ দেখলেই সতর্কতা জরুরি

সস্তার পেয়ারার গুণে বশে থাকে ডায়াবেটিস-উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগ

যে পাঁচ সমস্যায় আক্রান্তরা গুড় খাওয়ার আগে একবার ভাবুন, নইলে...

সাজেদুর রহমান শাফায়েতের স্বপ্ন পৃথিবী ঘুরে দেখা

খাওয়ার পরপরই চা পান উপকার না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা

জ্বরের মধ্যে যে পাঁচ খাবার খেলেই বিপদ! জানুন, সাবধান হোন

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে ডায়াবেটিস রোগীদের! সুস্থ থাকবেন যেভাবে

মুখে দুর্গন্ধের কারণে হা করতেও অস্বস্তি লাগে? সমাধান কী জানুন

লিভার ভালো রাখে লাউ! ওজন এবং উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

কিডনি ভালো রাখে আমের পাতা! উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

এই বিভাগের সব খবর

শিরোনাম :