দুই ঘণ্টায় সূচকের বড় পতন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২১, ১২:২৩

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম দুই ঘণ্টায় সবগুলো সূচকের বড় পতনে চলছে লেনদেন। এই দুই ঘণ্টায় লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ৭৫৯ কোটি টাকা। কমেছে বেশিরভাগ কোম্পানির দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই এক্স ১০৫ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৭৪৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৮৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১৫৩ পয়েন্টে।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৯টি কোম্পানির। দর কমেছে ২২৫টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৭০টি কোম্পানির দর।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সবগুলো সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানি ও ইউনিটের দর। সোমবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২১০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২১টি কোম্পানির। দর কমছে ১৫১টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির। দুই ঘণ্টায় সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৭ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার টাকা।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এসআই/এমআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :