মামুনকে নিষিদ্ধে ইভান মনোয়ারের ক্ষোভ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৪:২০ | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২১, ১২:২০

বিভিন্ন ইস্যুতে পরিচালক অনন্য মামুনকে নিষিদ্ধ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সমিতির এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক ও অভিনেতা ইভান মনোয়ার। ফেসবুকে লম্বা একটি স্ট্যাটাস দিয়ে তিনি সেই ক্ষোভের কথা প্রকাশ করেছেন। ইভান মনোয়ারের স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হল-

‘চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনকে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। তার পরিচালক সমিতির সদস্যপদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। এই বিষয়ে অনেকেই আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। তাই এই প্রসঙ্গে কিছু না বললেই নয়।’

‘পরিচালক সমিতি একজন পরিচালকের পাশে না থেকে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করাটা সংগঠনের বালখিল্য আচরণের মধ্য পড়ে বলে মনে করি। একটি ইন্ডাস্ট্রি যখন একজন পরিচালককে নিষিদ্ধ করে, তখন বিশ্ব সিনেমা তার জন্য উন্মুক্ত হয়ে যায়। আর ছবি বানানোর জন্য পরিচালক সমিতির সদস্যপদ জরুরি নয় বলে মনে করি। কারণ এর আগে অনেক ইন্ডিয়ান পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ ছাড়াই এদেশে ছবি বানিয়ে সিনেমা হলে মুক্তি দিয়েছে।’

‘আর ওভার দ্যা টপ (ওটিটি) প্ল্যাটফর্মে কনটেন্ট বানানোর জন্য জন্য কোনও সংগঠনের সদস্যপদ জরুরি নয়। এ মুহূর্তে পরিচালক অনন্য মামুন ফ্রান্সের কাছে রাজনৈতিক আশ্রয় ও পৃষ্ঠপোষকতা চাইলে পাবেন নিশ্চিই। পৃথিবীতে সবসময় যখন কোনও নতুন চিন্তার মানুষকে বাঁধা দেয়া হয়েছে, তার শিল্প নির্মাণে তখনও সে মহীরুহ হয়ে দেখা দিয়েছে।’

‘অনন্য মামুন শিল্পের যে নতুন দ্বার উন্মোচন করছেন, তাকে পৃষ্ঠপোষকতা না করে তার বিরুদ্ধে যাওয়াটা চলচ্চিত্র পরিচালক সমিতির আগ্রাসী রুপটিই বেরিয়ে এসেছে নগ্ন ভাবে। যেখানে রাষ্ট্র যদি বিরুদ্ধাচরণও করে তবুও যে কোনও পরিচালকের পাশে দাঁড়ানো সমিতির নৈতিক দায়িত্ব, সমিতি এইসব ক্ষেত্রে বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছেন।’

‘এই ইন্ডাস্ট্রিতে প্রকৃত মেধাবীদের সবসময় দাবিয়ে রাখার অপচেষ্টা করা হয়। কিন্তু আগুন কখনও দাবিয়ে রাখা যায় না। এক সময় দাবানল হিসেবে আত্মপ্রকাশ ঘটে। যেখানে আদালত এখনও মামলার রায় দেয়নি, সেখানে চলচ্চিত্র পরিচালক সমিতির এই সিদ্ধান্ত শিল্পে অমানিশার ইঙ্গিত বহন করে।’

‘আমাদের পরিচালক সমিতিতে যদি এতই মেধাবী পরিচালক থেকেই থাকবেন, তবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক বানাতে শ্যাম বেনেগালকে দরকার পড়ল কেন। কারণ, শিল্প , শিল্পীর , নির্মাতার কোনও দেশ নেই ; ছিলও না কোনও কালে। এই বোধ রাষ্ট্রের সর্বোচ্চ পৃষ্ঠপোষকদের রয়েছে, কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নেই। বড়ই দু:খজনক।’

ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :