অবৈধ বালু উত্তোলন: ড্রেজারসহ পাইপ ধ্বংস

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২১, ১৬:৩৩

টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান চালিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অবৈধ বাংলা ড্রেজারসহ প্রায় ৯০০ মিটার পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে অভিযান পরিচালনা করে উপজেলার কষ্টাপাড়া এলাকায় স্থানীয় বালু ব্যবসায়ী সাবেক আসাদ মেম্বারের অবৈধ বাংলা ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন। কমিশনার আসলাম হোসেন বলেন, বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ব্যবহৃত যন্ত্রাংশ ধ্বংস করা হয়। ড্রেজার মালিককে না পাওয়ায় জরিমানা করা যায়নি। এ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :