বন্যায় ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ১০০ পরিবার পেল সেলাই মেশিন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২১, ১৭:০৩

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে মানিকগঞ্জের হরিরামপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে রোটারি ইন্টারন্যাশনাল ঢাকা মিডটাউনের আয়োজনে উপজেলার ডাকবাংলোতে এসব মেশিন বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে সেলাই মেশিন দেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম।

রোটারিয়ান সাবির আখন্দের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, আর আই জেলা ৩২৮১ বাংলাদেশের জেলা গভর্নর রোটারিয়ান রুবাইত হোসেন ও রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউনের রোটারিয়ান ফারহান জামান।

এছাড়া ছিলেন- উপজেলা ভাইস-চেয়ারম্যান আজিম খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান মহিদ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :