কুয়াশায় ফেরি বন্ধে দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২১, ০৮:০১

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সোমবার দিবাগত রাত তিনটার দিক থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। ফেরি বন্ধের ফলে দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মাপারের অপেক্ষায় আছে আড়াই শতাধিক যান।

দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক মো. খোরসেদ আলম জানান, কুয়াশার কারণে রাত ২টা থেকে ফেরি চলাচল ব্যাহত হতে থাকে। রাত ৩টায় কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। এর ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলেও জানান তিনি।

ফেরি বন্ধ করে দেয়ায় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকে আছে ছয়টি ফেরি। এতে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাট এলাকায় আটকে পড়েছে আড়াই শতাধিক যানবাহন। দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :