৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২১, ১২:৫২

কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর ৩টায় ফেরি সার্ভিস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৩টার দিকে হঠাৎ করে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে বেলা ১১টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় ৬০টির মত যাত্রীবাহী বাস ও কয়েশ পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে সিরিয়াল অনুযায়ী এসব যানবাহন পার করা হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :