দর বৃদ্ধির শীর্ষ দশই বীমা কোম্পানি

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২১, ১৫:৩৩

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের দর বৃদ্ধির শীর্ষ দশ স্থানই বীমা কোম্পানির দখলে। এর মধ্যে শীর্ষে উঠে এসেছে অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। এদিন কোম্পানিটির ২ লাখ ৫৪ হাজার ১২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৮৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্রীন ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩ কোটি ২৮ লাখ ৯ হাজার টাকায় ৫  লাখ ৮ হাজার ৭৫৮টি শেয়ার লেনদেন করেছে।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে আছে প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ লাখ ৫৪ হাজার ৮৪৯ টি শেয়ার লেনদেন করেছে, যার বাজারমূল্য ১ কেটি ৪৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রভাতি ইন্সুরেন্স লিমিটেড ৯ দশমিক ৯৮ শতাংশ, ঢাকা ইন্সুরেন্স ৯ দশমিক ৯৭ শতাংশ, ইসলামি ইন্সুরেন্স ৯ দশমিক ৯৭ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্স ৯ দশমিক ৯৫ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯ দশমিক ৯৫ শতাংশ , পিপলস ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডে শেয়ার দর ৯ দশমিক ৯৫ শতাংশ এবং রিলায়েন্সে ইন্সুরেন্সের দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এসআই/কেআর)