পাথরবোঝাই ট্রাকের নিচে বিয়ের গাড়ি, নিহত ১৪

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২১, ০৮:২৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ধূপগুড়িতে পাথরবোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, রাতে জলঢাকা সেতুর কাছে ময়নাতলি এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তার ঠিক পেছনেই ছিল একটি ছোট গাড়ি। গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত ট্রাকে সজোরে ধাক্কা মারে। এরপর ট্রাকটি আরও দু’টি ছোট গাড়ির উপরে উল্টে পড়ে। এতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বেরোনো একটি গাড়ির ১৪ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও কয়েকজন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও দমকল বাহিনী কাজ করে।

ঢাকাটাইমস/২০জানুয়ারি/এমআর