মোস্তাফিজের আঘাতের পর বৃষ্টির হানা

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২১, ১২:০৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২১, ১২:৩৫

খেলা ডেস্ক, ঢাকাটাইমস

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমে ফিল্ডিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারেই ওয়েস্ট ইন্ডিজ ওপেনার সুনীল এমব্রিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান কাটার মাস্টার মোস্তাফিজ।

৩.৩ ওভারের খেলা শেষ হলে বৃষ্টি নামে। দ্রুত মাঠকর্মীরা দৌড়ে এসে ত্রিপল দিয়ে ঢেকে দেন উইকেট। বৃষ্টি আসার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১ উইকেট হারিয়ে ১৫। ৪ রান নিয়ে আন্দ্রে ম্যাকার্থি এবং ৪ রান নিয়ে ব্যাট করছেন জশুয়া ডা সিলভা।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

সুনিল অ্যামব্রিস, জশুয়া ডা সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমাহ বোনার, জেসন মোহাম্মদ, রভম্যান পাওয়েল, কাইল মায়ারস, জাহমার হ্যামিলটন, রেয়মন রেইফার, আলঝারি জোসেফ ও চেমার হোল্ডার।

ঢাকাটাইমস/২০জানুয়ারি/ এমএম