বিসিবির সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১২:৩০ | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২১, ১২:২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ মারা গেছেন। বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।

রাইসউদ্দিন আহমেদ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। গত ২৫ ডিসেম্বর করোনা পজেটিভ আসলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা পরীক্ষায় নেগেটিভও হয়েছিলেন তিনি। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় লাইফ সাপোর্টে নিয়েও শেষ পর্যন্ত বাাঁচানো যায়নি তাকে।

বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে জ্বলজ্বল করছে রাইসউদ্দিন আহমেদের নাম। তার চেষ্টাতেই ১৯৭৭ সালে লন্ডনের মেরিলিবোন ক্রিকেট ক্লাব বাংলাদেশে খেলতে আসে। রাজশাহী ও চট্টগ্রামে আঞ্চলিক দুটি দলের বিপক্ষে দুটি দুই দিনের ম্যাচ খেলার পর মেরিলিবোন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৭ জানুয়ারি থেকে একটি তিন দিনের ম্যাচ খেলে, যার প্রতিপক্ষ ছিল বাংলাদেশ।

ঢাকাটাইমস/২০জানুয়ারি/এমআর

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :