ব্লক মার্কেটে লেনদেন ৪২ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২১, ১৬:২৪

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩২টি কোম্পানির ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার ডিএসই ব্লক মার্কেটে ৩২টি কোম্পানি ৭৮ লাখ পাঁচ হাজার ৮৬৮টি শেয়ার হাতবদল করে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ব্লক মার্কেটে ৪২ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে প্রভাতি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটি ১৪ কোটি ৯৪ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন করে।

দ্বিতীয় সর্বোচ্চ বেশি লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্মিমকো)। এদিন কোম্পানিটি আট কোটি ৪৯ লাখ ছয় হাজার টাকার লেনদেন করে। এসএস স্টিল লিমিটেড চার কোটি ৮৪ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে উঠে এসেছে।

এছাড়াও অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পাঁচ লাখ ১৭ হাজার টাকা, আনোয়ার গ্যালভানাইজিং ৮২ লাখ ৩৭ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড এক কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকার, বিডি থাই লিমিটেড ২৯ লাখ টাকার, বিকন ফার্মা লিমিটেড পাঁচ লাখ ২৬ হাজার টাকার, ব্রাক ব্যাংক লিমিটেড চার কোটি ৬৫ লাখ ৫৪ হাজার টাকার, সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ২৩ লাখ ৩৩ হাজার টাকার, সিটি ব্যাংক লিমিটেড পাঁচ লাখ তিন হাজার টাকার, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড ৪৯ লাখ ৬০ হাজার টাকার, সিভিও পেট্রোলিয়াম এক কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকার, ডিবিএইচ ৩২ লাখ ৩৪ হাজার টাকার, ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৩৩ লাখ এক হাজার টাকার, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ৫২ লাখ ২৩ টাকার, ফাইন ফুডস লিমিটেড পাঁচ লাখ দুই হাজার টাকার, জিবিবি পাওয়ার লিমিটেড এক কোটি ৪৩ লাখ ৪৪ হাজার টাকার, গোল্ডেন সন্স লিমিটেড পাঁচ লাখ সাত হাজার টাকার, আইডিএলসি ১৬ লাখ চার হাজার টাকার, যমুনা অয়ের লিমিটেড ২৭ লাখ ৬১ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজ ৩৯ লাখ ৩১ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ১৯ লাখ ৪৪ হাজার টাকার, লিগাসী ফুটওয়ার এক লাখ টাকার, মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৩২ লাখ ৭৯ হাজার টাকার, এনসিসি ব্যাংক লিমিটেড ২৭ লাখ ২০ হাজার টাকার, নিউ লাইন ক্লোথথিংস নয় লাখ ৩১ আট হাজার টাকার, ন্যাশনাল পলিমার ২৫ লাখ ৫০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলস ১৮ লাখ ৩৪ হাজার টাকার, পাওয়ার গ্রীড ১২ লাখ টাকার, প্রগ্রেস লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ১০ লাখ ৬৮ হাজার টাকার এবং সিঙ্গার বিডি ৪৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এসআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :