পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার ঘোষণা চেয়ে রিট

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২১, ১৭:৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পদ্মাসেতুর নাম করণের ঘোষণা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রিটে বহুল প্রত্যাশিত এই সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার এ রিট দায়ের করা হয় বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান স্বাধীন।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে বলেও জানান তিনি।

রিট আবেদনে বলা হয়েছে, পদ্মা সেতুর কাজ শুরুর আগেই বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা মুখ ফিরিয়ে নেয়। তখন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে সেতু তৈরির কথা ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে পদ্মা সেতু আজকে পূর্ণতা পেতে যাচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে এই সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই হওয়া উচিত। এটা দেশের অধিকাংশ মানুষও চায় পদ্মা সেতু শেখ হাসিনার নামে হোক।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, সেতু মন্ত্রণালয়ের সচিব, পদ্মা সেতুর প্রধান প্রকৌশলী এবং প্রকল্প পরিচালককে বিবাদী করা হয়েছে।

ঢাকাটাইমস/২০জানুয়ারি/ইএস