মাগুরায় ৭১ করোনাযোদ্ধাকে সম্মাননা

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২১, ১৭:৫৮

মাগুরার শ্রীপুর উপজেলায় করোনাকালে বিশেষ অবদান রাখা ৭১ জন স্বেচ্ছাসেবককে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।

সংস্থার সভাপতি জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবাসী সমাজকর্মী রফিকুল হক মিয়া।

এসময় বক্তব্য দেন- শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাংবাদিক আবু বাসার আখন্দ, রূপক আইচ, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, খামারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ শফিকুর রহমান, স্বেচ্ছাসেবক মাহফুজুর রহমান প্রমুখ।

সভায় জানানো হয়, করোনাকালীন লকডাউন পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের সময় শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিক্ষক, সাংবাদিক, ছাত্র, কৃষকসহ বিভিন্ন পেশার স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা মোকাবিলায় অবদান রেখেছেন। ওই সময় তারা বেসরকারিভাবে সংগ্রহ করা কমপক্ষে ১০ লাখ টাকার খাদ্য, বস্ত্র, বইখাতা, চিকিৎসাসামগ্রী, ওষুধসহ বিভিন্ন সামগ্রী দুঃস্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন। এ সকল স্বেচ্ছাসেবকদের অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেয়া হলো।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :