হোয়াইট হাউজ ছাড়লেন ট্রাম্প

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২১, ১৯:৫৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২১, ১৪:৪৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

স্ত্রী মেলানিয়াকে নিয়ে শেষবারের মতো হোয়াইট হাউস ছাড়লেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে না থেকে তিনি চলে যাচ্ছেন ফ্লোরিডার গলফ ক্লাবে। এর আগে মেরিল্যান্ডের অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

বুধবার ভোরে মেরিন ওয়ান হেলিকপ্টারে করে ট্রাম্প হোয়াইট হাউজ ছাড়েন বলে জানায় বিবিসি। বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডে তার প্রেসিডেন্সির মেয়াদ শেষ হচ্ছে। 

নিজের বিদায় অনুষ্ঠানও ওয়াশিংটন ডিসির বদলে মেরিল্যান্ডের অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে আয়োজন করেছেন। মেরিন ওয়ানে করে সেখানেই রওয়ানা হয়েছেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, ট্রাম্প হোয়াইট হাউস থেকে জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে যাচ্ছেন। সেখানে ছোট পরিসরে একটি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বিদায়ী ভাষণ দেবেন। এর পরই তিনি শেষবারের মতো এয়ার ফোর্স ওয়ানে চড়ে ফ্লোরিডার পাম বিচে যাবেন।

 ট্রাম্পের প্রেসিডেন্সির মেয়াদ শেষ হওয়ার পরই নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। এই অভিষেক অনুষ্ঠানে থাকবেন না বলে আগেই জানিয়েছিলেন ট্রাম্প। 

বিবিসি জানায়, ট্রাম্পের বিদায় অনুষ্ঠানে অতিথিদের স্থানীয় সময় সকাল সোয়া ৭টায় (জিএমটি ১২:১৫) উপস্থিত থাকতে বলা হয়েছে।

এদিকে ট্রাম্প চলে গেলেও বাইডেনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তাই ট্রাম্পের বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না তিনি। বাইডেনের অভিষেক অনুষ্ঠান শেষে পেন্স ইন্ডিয়ানা চলে যাবেন বলে জানা গেছে।

ঢাকাটাইমস/২০জানুয়ারি/ ইএস