করোনার টিকা নিয়ে সন্দিহান বিএনপি

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২১, ২১:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনার টিকা নিয়ে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হলেও দেশের মানুষ ঠিকঠাক এই টিকা পাবে কি না তা নিয়ে সন্দিহান বিএনপি। ভারতের পক্ষ থেকে যখন উপহার হিসেবে ২০ লাখ টিকা আসতে যাচ্ছে এর একদিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, ‘টিকা নিয়ে সরকারের কোনো রোডম্যাপ নেই। আমরা যারা সাধারণ মানুষ আমরা কী কখন পাবো, না পাবো তার কোনো নিশ্চয়তা এখানে নাই।’

বুধবার বিকালে এক আলোচনা সভায় ফখরুল এই অভিযোগ করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘ভ্যাকসিন সাধারণ মানুষগুলো পাবে কি না তারও কোনো রোডম্যাপ নাই, কোনো প্ল্যানিং নাই। বলছে, আগে ২০ লাখ আসবে। এই ২০ লাখ কারা পাবে -সেটাও আমরা জানি না। প্রতি মাসে নাকি ৫০ লাখ করে আসবে, সেটা কারা পাবে তাও জানি না। আমরা যারা সাধারণ মানুষ আমরা কী কখন পাবো, না পাবো তার কোনো নিশ্চয়তা এখানে নাই।’

বৃহস্পতিবার ভারত সরকারের উপহার হিসেবে পাঠানো সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকার ২০ লাখ ডোজ ঢাকায় পৌঁছাবে। ২৫ থেকে ২৬ তারিখের মধ্যে আসবে ভারত থেকে কেনা টিকার প্রথম চালান।

ফখরুল বলেন, ‘ভ্যাকসিন যেটা দিলে মানুষের জীবন রক্ষা হবে, মানুষ বাঁচবে-এটা নিয়েও তারা (সরকার) লুটপাট শুরু করেছে। অনেক বেশি দাম দিয়ে ভারতের কাছ থেকে এই ভ্যাকসিন কিনছে। যার কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত কেউ দিতে পারেনি।’

করোনা সংক্রমণের পর থেকে সরকারের দুর্নীতির কথা তু্লে ধরে মির্জা ফখরুল বলেন, ‘এই করোনা নিয়েও এরা চুরি করছে, ডাকাতি করছে, লুটপাট করছে। প্রথম দিকে করলো করোনা টেস্ট নিয়ে। ওই টেস্ট নিয়ে রিজেন্ট হাসপাতাল, ডা. সাবরিনাসহ কে কে আসলো। এসে তারা লুটপাট করলো।’

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে ওদের (আওয়ামী লীগ) সফলতা হচ্ছে যে, আজকে তারা জনগণের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান থাকবে- আপনারা সবাই এখনো এই নিশ্চুপ না থেকে আসুন- আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং বাংলাদেশের জনগণকে আমরা ঐক্যবদ্ধ করি। এই যে ভয়াবহ দানব আমাদের বুকের ওপর চেপে বসেছে, সেই দানবকে আমরা সরিয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করি।’

বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে বন্দি। কেন? তিনি গণতন্ত্রের জন্য কাজ করেছেন। কেন? তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শকে বাস্তবায়িত করবার জন্যে, তার ১৯ দফা কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্যে তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন।’

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারীর সহধর্মিনী বিথীকা বিনতে হোসেইন প্রমুখ।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/বিইউ/জেবি)