কোস্টগার্ডের ট্রাকের ধাক্কায় চার পুলিশ আহত

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০৯:১৪ | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২১, ০৯:০৯

কোস্টগার্ডের ট্রাকের ধাক্কায় বরিশালের গৌরনদী থানা পুলিশের পিকআপ দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার তারাকুপি এলাকায় বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, এসআই আরিফুল ইসলাম, এএসআই আমিনুল ইসলাম, পিকআপচালক কনস্টেবল আবদুর রহমান, কনস্টেবল রিয়াজুল ইসলাম। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে টহল দিতে গৌরনদী থানা পুলিশের পিকআপটি (ঢাকা মেট্রো-ঠ-১৪-২৭৮৫) উপজেলার ভূরঘাটা এলাকায় যাচ্ছিল। বরিশালগামী কোস্টগার্ডের একটি ট্রাক (ঢাকা মেট্রো-অ ১১-৪৮৩৫) তারাকুপি এলাকা অতিক্রমকালে ব্রেক ফেইল করে থানা পুলিশের পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের ডান অংশ দুমড়ে মুচড়ে যায়।

এ সময় পিকআপে থাকা এসআই আরিফুল ইসলাম, এএসআই আমিনুল ইসলাম, পিকআপচালক কনস্টেবল আ. রহমান, কনেস্টবল মো. রিয়াজুল ইসলাম আহত হন। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে গৌরনদী থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :