অচেনা দলের কাছে হেরে বিদায় নিল রিয়াল

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২১, ১২:৩৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২১, ১২:৪০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

 

একে তো তৃতীয় সারির দল, এরপর ম্যাচে ১০ জন নিয়ে খেলেছে স্প্যানিশ পুচকে ক্লাব আলকোয়ানো। তাতেই কাবু লা-লিগার শিরোপা প্রত্যাশী ক্লাব রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে’র নকআউট পর্বের খেলায় বুধবার রাতে ১-২ গোল ব্যবধানে হেরেছে জিদানের শিষ্যরা। আর তাতেই এই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে রিয়ালকে।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে একের পর এক আক্রমণে বারবার গোলের সম্ভাবনা সৃষ্টি করেছে রিয়াল। পুরো ম্যাচে তিন-চতুর্থাংশ সময় বলের দখল ছিল তাদের কাছে। ম্যাচের ৪৫ মিনিটের সময় প্রথম গোল করেছিল রিয়ালই। কর্নার থেকে আসা বল ঠিকভাবে ক্লিয়ার করতে পারেনি আলকোয়ানো, দুই পা ঘুরে বল পান মার্সেলো। তার বাঁকানো ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিলিটাও।

৮০তম মিনিটে গোল খেয়ে বসে রিয়াল। কর্নারে সতীর্থের হেড পাস গোলমুখে পেয়ে টোকা দিয়ে বল জালে জড়ান সোলবেস।

গোল খেয়ে প্রচণ্ড চাপ বাড়ায় রিয়াল; কিন্তু সাফল্য আর মেলেনি। নির্ধারিত সময়ে কেউই জালের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ১১০তম মিনিটে কাসেমিরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন স্বাগতিক মিডফিল্ডার রামোন লোপেস।

প্রতিপক্ষে এক জন কম থাকার সুযোগও কাজে লাগাতে পারেনি রিয়াল। উল্টো ১১৫তম মিনিটে হজম করে দ্বিতীয় গোল। ছয় গজ বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন হুয়ানান। আসরের অন্যতম সেরা অঘটনের শিকার হয়ে বিদায় নেয় স্পেনের সফলতম দলটি।

ঢাকাটাইমস/২১জানুয়ারি/ এমএম