সূচকের উত্থান হলেও কমেছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২১, ১৫:৫৩
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সবগুলো সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
অপর দিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবগুলো সূচক বাড়লেও বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমান।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, দিন শেষে মোট লেনদেন হয়েছে এক হাজার ২১৩ কোটি ৪৫ লাখ ৫৮ হাজার টাকা। যা আগের দিনের তুলনায় প্রায় ২শ কোটি টাকা কম। লেনদেনে অংশ নেয়া ৩৫৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১৪৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টি কোম্পানির শেয়ারের দর।
সর্বশেষ গত বুধবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল এক হাজার ৪২৬ কোটি ৪ লাখ ৬১ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে বেশিরভাগ কোম্পানি ও ইউনিটের শেয়ারের দর।
বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৩৩ লাখ ৬ হাজার ২৭১ টাকা, যা আগের দিনের তুলনায় ৩০ লাখ টাকা কম। আগের দিন সিএসইতে মোট লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৬৪ লাখ টাকার বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৫৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৮টি কোম্পানির। দর কমেছে ১০৫টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেযার ও ইউনিটের দর।
জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৮৩৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২০৪ পয়েন্টে।
অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৫ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ২৮৬ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪২৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯৪ পয়েন্টে। সিএসআই ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮২ পয়েন্টে।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এসআই/কেআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :