কিশোরগঞ্জে ৮৮৬ গৃহহীন পরিবার পাচ্ছে ঘর

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২১, ১৮:৫৯

কিশোরগঞ্জে গৃহহীনরা পাচ্ছেন ৮৮৬ নতুন ঘর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ঘর দেওয়া হবে গৃহহীনদের। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. শামীম আলম এসব তথ্য জানান।

এ সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দুলাল চন্দ্র সূত্র ধর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মাসউদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, জেলার ১৩টি উপজেলায় জমি ও গৃহহীন ৬১৬টি পরিবারকে ঘর দেয়া হচ্ছে। এছাড়া জেলার ইটনা উপজেলার আড়ালিয়া ও মজলিশপুর এলাকায় দুটি ব্যারাকে নির্মাণ করা হয়েছ ২৭০টি নতুন ঘর। প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।

জাতির জনকের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী গৃহহীনদের জন্য এ প্রকল্প বাস্তবায়ন করছেন বলে জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. শামীম আলম।

শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে নির্মিত এসব ঘরের কাগজপত্র সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করবেন।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :