চাঁপাইনবাবগঞ্জে শনিবার ১৩১৯টি ঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২১, ২০:১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওয়াত চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় ১৩১৯টি ভূমিহীন ও ঘরহীন পরিবারগুলো ঘর পাচ্ছে। এই ঘরগুলো আগামী শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

জেলা প্রশাসক জানান, জেলার পাঁচটি উপজেলায় ১৩১৯টি গৃহ নিমার্ণ করা হয়েছে। তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১৩০টি, শিবগঞ্জ উপজেলায় ৭৩৭টি, গোমস্তাপুর উপজেলায় ৯৫টি, নাচোল উপজেলায় ২০০টি এবং ভোলাহাট উপজেলায় ১৫৭টি।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সল্লা গ্রামে প্রকল্প স্থানে ব্যাপক আয়োজন করা হয়েছে। সেই দিনই উপভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেয়া হবে। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ ওরাঁও, এনডিসি রবিন মিয়া।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/কেএম)