বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের শিবমোগা, নিহত ৮

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২১, ০৮:২৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০২১, ০৯:২৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের কর্নাটকের শিবমোগায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বোমা বিস্ফোরণের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে না অন্য কোনো কারণে হয়েছে বিষয়টি এখনও পরিষ্কার নয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বোম্ব স্কোয়াডের সদস্যরা। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

জানা যায়, রাতে হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। এতে পুরো এলাকা কেঁপে ‍ওঠে।  বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ১৫-২০ কিলোমিটার এলাকায় এই কম্পন অনুভূত হয়। শুধু তাই নয়, বিস্ফোরণস্থলের কাছাকাছি এলাকায় রাস্তায় বড় ফাটল দেখা গিয়েছে। বহু বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। আতঙ্কে লোকজন বাসা থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। এমনকি পার্শ্ববর্তী চিকমাগালুর জেলার একাংশে এই কম্পন অনুভূত হয়েছে বলে দাবি করেন সেই এলকার স্থানীয় অনেক বাসিন্দা।

স্থানীয় এক বাসিন্দার জানান, ‘হঠাৎ করে ঘরবাড়ি সব দুলে ওঠে। ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসি।’

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, আবালাগিরি গ্রামের হোনাসুদির কোনও পাথর খাদানে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। গোটা এলাকা ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুরাধা এক সংবাদ সংস্থাকে বলেন, ‘শিবমোগা থেকে ৫-৬ কিলোমিটার দূরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েকজনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।’

পুলিশের এডিজি প্রতাপ রেড্ডি বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, শিবমোগা গ্রামীণ থানার কাছাকাছি এলাকাতেই বিস্ফোরণ হয়েছে। একটা ক্ষতিগ্রস্ত ট্রাক দেখতে পাওয়া গিয়েছে। তবে এটা স্পষ্ট নয় যে ট্রাকে কোনও বিস্ফোরক ছিল কি না বা বিস্ফোরণে ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না।

রেড্ডি বলেন, বিস্ফোরণে কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বিস্ফোরণস্থলে ঢুকতে পারেনি। আশঙ্কা করা হচ্ছে আরও বিস্ফোরক থাকতে পারে সেখানে। তবে গোটা এলাকা ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে।’

সংবাদ সংস্থা পিটিআই জানায়, খনির কাজের জন্য ট্রাকে করে বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। ওই ট্রাকে থাকা বেশ কয়েক জন নিহত হয়েছেন। ট্রাকটি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে নিহতদের কাউকে চিহ্নিত করা যায়নি।

বিস্ফোরণে ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘শিবমোগায় প্রাণহানির খবরে ব্যথিত আমি। শোকাহত পরিবারগুলিকে সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রাজ্য সরকার যাবতীয় সহায়তা প্রদান করছে।’

ঢাকাটাইমস/২২জানুয়ারি/এমআর