ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২১, ০৮:৩৩

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা রোধে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে নৌ পরিবহন কর্তৃপক্ষ। কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা ঘাট সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান।

জিল্লুর রহমান বলেন, মধ্যরাতের পর থেকে পদ্মা নদীতে কুয়াশা বাড়তে থাকে। রাত আড়াইটার দিকে ঘন কুয়াশায় মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া। হয়। এর ফলে মাঝপদ্মায় ৪ থেকে ৫টি ফেরি আটকা পড়ে। কুয়াশা কমে এলে ১৬টি ফেরি দিয়ে এ নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপার করা হবে বলেও তিনি জানান।

এদিকে ফেরি চলাচল বন্ধ হয়ে আসায় মাঝপদ্মায় আটকে পড়া ফেরির যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া ঘাটের দুই পাড়ে আটকে থাকা যাত্রীদেরও অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঢাকাটাইমস/২২জানুয়ারি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :