গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মিস্ত্রি নিহত, আহত শতাধিক

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ০৯:৫৫ | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২১, ০৯:৩৭

বরগুনার পাথরঘাটায় বরফকলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শাহজাহান হোসেন সম্রাট (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক শ্রমিক।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের ৯নং ওয়ার্ডের মোল্লা বরফকলে এ ঘটনা ঘটে। নিহত সম্রাট পিরোজপুর জেলার বাদুরা গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।

ফয়ার সার্ভিস সূত্রে জানা যায়, পৌর শহরের মোল্লা আইস ফ্যাক্টরিতে বরফ তৈরির কাজ চলার সময় গ্যাসের একটি সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মিলের ভেতরে থাকা বরফকল মিস্ত্রি মো. শাহজাহান ওরফে সম্রাট। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ঘটনায় আশপাশে থাকা শিশুসহ আহত হয়েছেন প্রায় শতাধিক। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের জরুরিভিত্তিতে বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে গ্যাসের এমোনিয়া ছড়িয়ে পড়ায় অসুস্থ হচ্ছে স্থানীয় মানুষ।

ঘটনাস্থল পরিদর্শন করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রিমন, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সুলতানা ও পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাবুদ্দিন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল ফাতাহ বলেন, একজন নিহত হয়েছেন ও আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে অক্সিজেন সংকটের কারণে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :