আগামীকাল ব্রাহ্মণবাড়িয়ার ১০৯১ ঘরের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৫:৪০ | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২১, ১৪:১৪

ব্রাক্ষণবাড়িয়ার ভূমিহীনদের জন্য ১ হাজার ৯১টি ঘর প্রস্তুত করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসহায় ভূমি ও গৃহহীনদের এসব ঘর দেওয়া হবে। ২৩ জানুয়ারি এসব ঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান এ তথ্য জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বিশেষ এই প্রকল্পের কাজ অত্যন্ত স্বচ্ছতা এবং গুণগত মান বজায় রেখে প্রথম পর্যায়ে শেষ হয়েছে। ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন। ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ৯১টি ঘরের কাজ শেষ পর্যায়ে। জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর বিশেষ এই প্রকল্প বাস্তবায়নে কয়েক মাস ধরে বিরামহীন কাজ করে । সেইসঙ্গে সমাজের প্রকৃত অসহায়দের মাঝে ঘরের ব্যবস্থা করার জন্য তালিকা প্রস্তুত ও প্রণয়ন করে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জবেদ রহিম বিজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :