সাপ্তাহিক দর পতনের শীর্ষে অলটেক্স ইন্ডাস্ট্রিজ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২১, ১৮:৫৯

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর কমেছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

ডিএসই সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে অলটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.৮০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯.৮০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর দুই টাকা বা ১৬.৯৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে অলটেক্স ইন্ডাস্ট্রিজ ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে অবস্থান করছে। সপ্তাহটিতে কোম্পানিটি মোট লেনদেন করেছে এক কোটি ২৬ লাখ ২৮ হাজার টাকার। যা প্রতিদিন গড়ে ২৫ লাখ ২৫ হাজার টাকার।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৫.৩৩ শতাংশ। এর মাধ্যমে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষ দশে অবস্থান করছে। সপ্তাহটিতে কোম্পানিটি মোট লেনদেন করেছে ১৯৬ কোটি ৩১ লাখ ২১ হাজার টাকার। যা প্রতিদিন গড়ে ৩৯ কোটি ২৬ লাখ ২৪ হাজার টাকার।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সাভার রিফ্রাক্টরিজ লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৪.৯৫ শতাংশ। এর মাধ্যমে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষ দশে অবস্থান করছে। সপ্তাহটিতে কোম্পানিটি মোট লেনদেন করেছে ৫৪ লাখ ৩৪ হাজার টাকার। যা প্রতিদিন গড়ে ১০ লাখ ৮৬ হাজার টাকার।

ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ১৩.৮৬ শতাংশ, এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ১৩.৪৮ শতাংশ, জুট স্পিনার্সের ১২.৪৯ শতাংশ, মিথুন নিটিংয়ের ১২.১২ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ১২ শতাংশ, রবি আজিয়াটার ১১.৯৮ শতাংশ এবং ডেল্টা স্পিনার্সের শেয়ার দর ১১.৪৯ শতাংশ শেয়ার দর কমেছে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এসআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :