পাটুরিয়া-দৌলতদিয়ায় চলাচল বন্ধ, মাঝ পদ্মায় আটকা পাঁচ ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ২২:৪৬ | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২১, ২২:৪৩

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছে ছোট বড় মিলে পাঁচটি ফেরি। শুক্রবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ডিজিএম জিল্লুর রহমান।

জিল্লুর রহমান জানান, শুক্রবার সন্ধার পর থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

সকালে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে। যাত্রী দুর্ভোগের কথা বিবেচনা করে সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ যানবাহনগুলোকে পারাপার করা হবে বলে জানান তিনি।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, শীতকালে ঘন কুয়াশার কারণে কয়েকদিন ধরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে এমন সমস্যা হচ্ছে। এ অবস্থায় পরিবহন মালিক-শ্রমিকদের পাটুরিয়া রুট এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :