রূপগঞ্জে আগুনে পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২১, ০১:০৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পুড়ে একই পরিবারের চারজন মারা গেছেন। শুক্রবার রাত পৌনে ৯টার উপজেলার পূর্বাচলে ডেসকোর বিদ্যুতের তার ছিঁড়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ (পবিস) ১১ হাজার ভোল্ট লাইনের উপর পড়ে। এসময় পল্লী বিদুতের তার ছিঁড়ে একটি বসতঘরের উপর পড়ে। এতে পুরো ঘরে আগুন লেগে গেলে ওই ঘরে থাকা দুই প্রতিবন্ধী শিশুসহ দম্পতি পুড়ে মারা যান। রাত ১২টার দিকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীনুল কাদির এ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মৃতরা হলেন- মাছুম মিয়া, তার স্ত্রী সীমা, তাদের প্রতিবন্ধী দুই শিশু রাসেল (১৭) ও রহমত উল্লাহ (১০)।

রূপগঞ্জ উপজেলার পূর্বাচল মাল্টি পারপাস ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, রাত পৌনে ৯টার দিকে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার স্টেশনের নিকটে কুমারটেক এলাকায় ডেসকোর বৈদ্যুতিক তার নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনের উপর ছিঁড়ে পড়লে আগুনের সূত্রপাত হয়। এ সময় ওই লাইনের নিচে বসবাস করা মাছুম মিয়ার ঘরের উপর বিদ্যুতের তার পড়ে আগুন লেগে মুহূর্তেই পুড়ে যায়। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে ২০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ঘরে থাকা বাড়ির মালিক মাছুম মিয়া ও তার দুই প্রতিবন্ধী শিশু রাসেল (১৭) ও রহমত উল্লাহ (১০) নামে দুই প্রতিবন্ধী শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়। রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের লাশ উদ্ধার করে। এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘর থেকে মাছুমের স্ত্রী সীমাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :