দুই জয়ে সুপার লিগে তৃতীয় অবস্থানে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২১, ১১:২৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এই দুই জয়ের পর ২০ পয়েন্ট নিয়ে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে উঠে গেছে বাংলাদেশ।

এই তালিকায় ৬ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইংল্যান্ড। ২০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের পরেই তথা চতুর্থ অবস্থানে আছে পাকিস্তান। ১ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে পঞ্চম অবস্থানে।

সমান ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে আছে যথাক্রমে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। ভারতের অবস্থান অষ্টম। ৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৯। আর ২ ম্যাচ খেলে শূন্য পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে নবম স্থানে। সুপার লিগে এখনো কোনো ম্যাচ খেলেনি নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

এই পয়েন্ট টেবিলের অবস্থানের ভিত্তিতেই নির্ধারিত হবে ২০২৩ বিশ্বকাপের দল সংখ্যা। ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে খেলবে ১০টি দল। তার মধ্যে স্বাগতিক হিসাবে খেলবে ভারত। ভারত ছাড়া পয়েন্ট টেবিলের সেরা সাতটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি দুইটি দল বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে।

করোনার কারণে দীর্ঘ ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেটে বাইরে ছিল বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় তুলে নেয় তামিম ইকবালের দল। সিরিজের শেষ ম্যাচটি হবে ২৫ জানুয়ারি।

(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :