নাসায় ইন্টার্নশিপ করতে এসে নতুন গ্রহের সন্ধান পেলো কিশোর

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২১, ১৩:০৭

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

১৭ বছরের এক হাইস্কুল ছাত্র৷ নাম উল্ফ কুকিয়র৷ কুকিয়র ২০১৯ সালে নাসার গ্রিনবেল্টে স্থিত গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে ইন্টার্নশিপ করতে গিয়েছিলেন৷ ট্রান্সিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট দ্বারা ক্যাপচার হওয়া তারদের চমকে বদল মাপতে দেওয়া হয়েছিল৷

কুকিয়র নিজের কাজ শুরু করে দেন৷ কিন্তু ইন্টার্নশিপের তৃতীয় দিনে তিনি অবাক ঘটনা ঘটান। কুকিয়র পৃথিবীর থেকে ১৩০০ আলোকবর্ষ দূরে এক সিস্টেমে থাকা একটি নতুন গ্রহ খুঁজে বার করে ফেলেন৷ এই বিষয়ে কুকিয়র বলেন ,  টিওআই১৩৩৮বি নামের সিস্টেমের থেকে আমি একটি সিগন্যাল দেখতে পাই৷ তখন আমার মনে হয়েছিল স্টেলার ইকলিপস হচ্ছে৷ কিন্তু সেটা সঠিক ছিল না৷ পরে জানা যায় সেটা একটা গ্রহ৷ আমি এই সবকিছু ভলান্টিয়ার করি,আর একত্রিত হওয়া সব ডেটার মাধ্যমে দেখছিলাম৷

দাবি করা হচ্ছে এই গ্রহ নতুন গ্রহ পরিচালিত৷ এটা একটার পরিবর্তে দুটি তারার পরিক্রমা করে৷ নাসার মতে এটা সূর্যের থেকে অন্তত ১০ শতাংশ বড়, অন্যদিকে আরেকটি তারা শীতল আর সূর্যের থেকে এক তৃতীয়াংশ৷ আর এই গ্রহ টিওআই১৩৩৮বি নেপচুন ও শনিরের আকারের মাঝামাঝি আর পৃথিবীর থেকে প্রায় ৬.৯ গুণ বড়৷

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এজেড)