কোস্টগার্ডকে বিদেশি জাহাজে গুলি করার অনুমোদন দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২১, ১৫:২২

চীন সরকার নতুন একটি আইন পাস করেছে যাতে দেশটির কোস্টগার্ডকে বিদেশী জাহাজের ওপর গুলি করার অনুমতি দেয়া হয়েছে। চীনের আশপাশের সমুদ্রসীমায় যেসব উত্তেজনা রয়েছে এই আইন পাসের পর তা আরো বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটিতে শুক্রবার এ আইন পাস হয়। পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি হচ্ছে দেশটির সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ। খবর রয়টার্সের

নতুন এ আইনে বলা হয়েছে- চীনা কোস্টগার্ডের সদস্যরা বিদেশী জাহাজের মাধ্যমে হুমকির মুখে পড়লে নিজেদের রক্ষার জন্য প্রয়োজনীয় যেকোনো উপায় অবলম্বন করতে পারবে।

চীনের কোস্টগার্ড কী ধরনের শক্তি ব্যবহার করতে পারবে এ আইনে তা পরিষ্কার করে বলা হয়েছে। এতে বলা হয়েছে- চীনা উপকূলরক্ষীরা গুলি, শিপর্বোন বা এয়ারবোর্ন ব্যবহার করতে পারবে।

দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে প্রতিবেশী কয়েকটি দেশের দ্বন্দ্ব রয়েছে। আবার এ সাগরে মার্কিন নৌবাহিনীর তৎপরতার ফলে সেখানে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সামরিক উত্তেজনা রয়েছে। এছাড়া, পূর্ব চীন সাগরে জাপানের সঙ্গে চীনের কয়েকটি দ্বীপ নিয়ে দ্বন্দ্ব রয়েছে।

ঢাকা টাইমস/২৩জানুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :