‘চুক্তির ৫০ লাখ টিকা আসছে দুই-একদিনের মধ্যে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৬:২৪ | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২১, ১৭:১৪

ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে করোনাভাইরাসের টিকা আমদানি চুক্তির প্রথম চালান ৫০ লাখ ডোজ আগামী দুই-একদিনের মধ্যে দেশে আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

শনিবার রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডে উদয়াচল পার্কের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নাজমুল হাসান পাপন বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে তিন কোটি করোনা টিকা আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে গত ২১ জানুয়ারি ভারত সরকার বাংলাদেশকে ২০ লাখ করোনার টিকা উপহার দিয়েছে। আগামী দুই-একদিনের মধ্যেই চুক্তির প্রথম চালান ৫০ লাখ টিকা বাংলাদেশে আসবে।

ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে আবিষ্কৃত করোনার টিকা উৎপাদিত হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে। সংখ্যার হিসেবে বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। গত বছরের আগস্ট মাসে সেরামের সঙ্গে টিকা কেনার বিষয়ে চুক্তির কথা জানায় বাংলাদেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা। চুক্তি অনুযায়ী বেক্সিমকো ৩ কোটি ডোজ টিকা কিনছে। প্রতিষ্ঠানটি এসব টিকা সরকারের কাছে হস্তান্তর করবে। এছাড়া বেসকারিভাবেও টিকা বিক্রি করবে প্রতিষ্ঠানটি।

ঢাকাটাইমস/২৩জানুয়ারি/বিইউ/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :