আত্মঘাতী গোলে আর্সেনালের বিদায়

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২১, ০৯:৩৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

শিরোপা ধরে রাখার মিশন চতুর্থ রাউন্ডেই শেষ হলো আর্সেনালের। আত্মঘাতী গোলেই সর্বনাশ তাদের। এফএ কাপে শনিবার সাউদাম্পটনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্সেনাল। ম্যাচের ২৪তম মিনিটে আত্মঘাতী গোলটি করেন আর্সেনালের গ্যাব্রিয়েল।

আজ (রবিবার) এফএ কাপের চতুর্থ রাউন্ডে চেলসি খেলবে লিউটন টাউনের বিরুদ্ধে। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের ক্লাবও হালফিলে ভাল খেলছে না। তবু তাঁর বিশ্বাস, চেলসিকে তিনি অন্ধকার থেকে বার করে আনবেন।

ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডারের ক্লাব প্রিমিয়ার লিগে শেষ আট ম্যাচের পাঁচটিতেই হেরেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমে জল্পনা চলছে, চেলসি ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে তাঁকে।

তার আগে ল্যাম্পার্ড বললেন, ‘সবার আগে আমি যোদ্ধা। ফুটবলার জীবনেও লড়াই করেছি। নিজের কাজটা ভালবাসি। জানি কঠিন সময়ে‌ লড়াই ছাড়তে নেই। দলে সুদিন ফেরাতেও সেটাই করছি। আশা করছি সফল হব।’

ল্যাম্পার্ড কিছুটা অভিমানী তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠায়। তিনি বলেছেন, ‘কোচিংয়ের কাজ ছাড়লে প্রচারমাধ্যমের সঙ্গে থাকতে পারি। অথবা ফুটবল থেকে সরে যাব। আর ফিরে আসার দরকার পড়বে না। কোচিং ভালবাসি বলেই করে যাচ্ছি। অন্য কিছু মাথায় রাখছি না।’

চেলসির হঠাৎ খারাপ খেলা নিয়ে তাঁর মন্তব্য, ‘জানি ছেলেরা ছন্দে নেই। তবে খারাপ সময়ও ফুটবলের অংশ। দলে প্রতিভার অভাব নেই। ছেলেদের বয়সও কম।’

(ঢাকাটাইমস/২৪ জানুয়ারি/এসইউএল)