সাড়ে ৮ঘন্টা পর শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চালু

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২১, ১২:০৩

ঘন কুয়াশায় পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সাড়ে ৮ঘন্টা বন্ধ থাকার পর রবিবার সকাল ১০টায় ফেরি চলাচল শুরু হয়েছে। নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে।

ফেরি চলাচল শুরু হওয়া যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১০টার ফেরি চলাচল শুরু হয়। মাঝনদীতে আটকা পরা ফেরিগুলোও নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছে। এখন ফেরি চলাচল স্বাভাবিক। বহরে থাকা মোট ১৭টি ফেরির মধ্যে ১৫টি চলাচল করছে। বাকি ২টি কারিগরী সমস্যার কারণে মেরামতের কাজ চলছে।

এদিকে নৌরুটটিতে বর্তমানে লঞ্চ ও স্পিডবোট চলাচলও স্বাভাবিক রয়েছে।

এর আগে নদীতে হঠাৎ শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কুয়াশা পড়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এসময় পারাপাররত ৫টি ফেরি মাঝ পদ্মায় আটক পরে। আর ঘাট এলাকায় আটকা পরে কয়েক শতাধিক পন্য ও যাত্রীবাহী যানবাহন।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :